চলে গেলেন বঙ্গ রাজনীতির " ছোড়দা " ! অবসান এক অধ‍্যায়ের

30th July 2020 8:55 am কলকাতা
চলে গেলেন বঙ্গ রাজনীতির


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : অবশেষে টানা রোগভোগের পর চলে গেলেন প্রদেশ কংগ্ৰেস এর সভাপতি সোমেন মিত্র । বঙ্গ রাজনীতিতে " ছোড়দা " নামেই যাঁর পরিচয় । কংগ্ৰেস ঘরানা তো বটেই অনান‍্য রাজনৈতিক পরিসরে বহুজন ই তাকে চিনতেন ওই পরিচয়ে । মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর । বেলভিউ হাসপাতালে গতকাল গভীর রাতে মৃত‍্যু হয় কংগ্ৰেস নেতার । করোনা আবহের মধ‍্যেই গত ২১ শে জুলাই শারিরীক অসুস্থতা নিয়ে তিনি ভর্তি হন হাসপাতালে । তারপর থেকেই ক্রমশ পরিস্থিতি জটিল হতে শুরু করে । চিকিৎসকরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও শেষ রক্ষা করতে পারেননি । তাঁর মৃত‍্যুর খবরে কংগ্ৰেস কর্মী সহ রাজনৈতিক সমস্ত দলের নেতৃত্বরাই শোক জ্ঞাপন করেছেন । শোক জ্ঞাপন করেছেন একসময়ের রাজনৈতিক সহকর্মী আজকে বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় । 

দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস‍্যায় ভুগছিলেন সোমেন মিত্র । গত ২১ শে জুলাই ভর্তির সময় সামান‍্য জ্বর ও ছিল তাঁর । করোনার পরীক্ষাও হয় । রিপোর্ট আসে নেগেটিভ । তবে শরীরে অনান‍্য সমস‍্যা দেখা দিতে শুরু করে । কিডনির সমস‍্যা দেখা যায় । তারপর আর শেষ রক্ষা হলো না । রাজনৈতিক পরিসরে তার কর্মকাণ্ড এখন ইতিহাস । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।